Monday, May 23, 2022

মুখ

 


বোরকা বা হিজাব শুনেছি অন্যদের দৃষ্টি থেকে নিজের সৌন্দর্য আড়াল করে রাখার জন্য। সেখানে তো কদর্যতা ঢেকে রাখার ব্যাপারে কিছু বলা হয়নি। অন্তত নরসিংদীর ঘটনা সেটাই প্রমাণ করে। হিজাব পরা মহিলা নিজের মুখ (চেহারা) ঢেকে রাখতে সক্ষম হলেও মুখ ও মনের কদর্যতা ঢেকে রাখতে পারেননি। তাহলে কী হবে এই হিজাব পরে?

দুবনা, ২৪ মে ২০২২

No comments:

Post a Comment