যদিও আমাদের নতুন বাসায় গুলিয়া শখ করে একটা বিশাল আয়না লাগিয়েছিল, আমি আমার বাসা ছেড়ে চলে আসার পর সেই যে বিভিন্ন ব্যাগ আয়নার সামনে রেখেছি যে এসব ভেদ করে আয়নায় আর মুখ দেখা যায় না। আজ অফিসে লিফটে আয়নায় নিজেকে দেখে একটু চমকে উঠলাম। এ যে লালে লাল দুনিয়া। পরে মনে পড়ল আজ ৫ মে কমরেড মার্ক্সের জন্মদিন। তাই ভাবলাম নিজের একটা ছবি তুলে কমরেডকে আক্ষরিক অর্থেই একটা লাল সালাম জানিয়ে দিই।
দুবনা, ০৫ মার্চ ২০২২
No comments:
Post a Comment