Sunday, May 29, 2022

রাজাকার

 

শুধু মুক্তিযুদ্ধই নয়, যেকোনো যুদ্ধই মুক্তিযোদ্ধার পাশাপাশি অনেক রাজাকারের জন্মও দেয়। আর এই রাজাকাররাই যুদ্ধকে যতদূর সম্ভব প্রলম্বিত করে। কারণ যতদিন যুদ্ধ চলে ততদিনই তারা মানবতার আর গণতন্ত্রের দোহাই দিয়ে বিশ্বব্যাপী তাদের তান্ডব চালিয়ে যেতে পারে। ডারউইনের বিবর্তনবাদ মেনেই আমার মনে হয় এদের পূর্বপুরুষেরা কুমির ছিল। কুম্ভীরাশ্রু কথাটি তো এমনি এমনি জন্মায়নি!

দুবনা, ২৯ মে ২০২২

No comments:

Post a Comment