Friday, May 20, 2022

কালো দিন

আমি কখনোই সঞ্চয়ী ছিলাম না যদিও বই, ডাকটিকেট, কয়েন, লংপ্লে, ক্যামেরার লেন্সের সংগ্রহ কমবেশি খারাপ না। তবে সঞ্চয় বলতে মানুষ সাধারণত টাকা পয়সা বোঝায়। কিছু কিছু জার্নাল আর্টিকেলের জন্য টাকা পয়সা দেয়। এভাবেই হাজার চারেক ডলার জমে গেছে। ওটা সাধারণত খরচ করি না বিপদে কাজে দেবে এই আশায়। কিছু দিন আগে গুলিয়ার দাঁতের জন্য কিছুটা ভাঙ্গালাম। ভাবছিলাম রেট যেহেতু ভালো বাকিটা ভাঙ্গিয়ে ফেলি। গুলিয়া বলল দরকার নেই, তাহলেই খরচ হয়ে যাবে। থেকে যাক কালো দিনের জন্য। ডলার নামতে নামতে আজ ৫৮ নেমে এসেছে। এভাবে চললে মনে হয় আমাদের আগেই ডলারের কালো দিন শুরু হবে।

দুবনা, ২১ মে ২০২২

No comments:

Post a Comment