Saturday, May 21, 2022

নাম

সেদিন এক জুনিয়র বন্ধুর সাথে দেখা। বেশ কয়েক বছর হয় বিয়ে করেছে।
ছেলে মেয়ে কয় জন? - হাসতে হাসতে জিজ্ঞেস করলাম।
এখনও নেইনি। আসলে বাচ্চার কি নাম রাখব সেটা নিয়ে স্ত্রীর সাথে এখনও মতৈক্যে পৌঁছাতে পারিনি।

সব জায়গায় নাম নিয়ে সমস্যা। ভাবতে ভাবতে আমি পথে নামলাম। 

দুবনা, ২১ মে ২০২২

No comments:

Post a Comment