রাশিয়ায় বোলোগনা সিস্টেম থেকে বেরুনোর কথা সিরিয়াসলি ভাবা হচ্ছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এরা এই সিস্টেমে যায়। আমার মতে এটা পড়াশুনার মান উন্নত তো করেইনি বরং ক্ষেত্র বিশেষে খারাপ করেছে। আসলে এটা ছিল সোরসের অর্থ সাহায্যে রুশ তরুণ বিশেষজ্ঞদের সহজে ইউরোপ আমেরিকায় কাজ পাওয়ার জন্য সৃষ্টি। সোজা কথায় টাকা পাচারের সাথে সাথে বুদ্ধি পাচারের আইনী ব্যবস্থা। এটা যদি রোধ করা হয় আর সোভিয়েত ব্যবস্থার অনুকরণে নতুন শিক্ষা গড়ে তোলা হয় তবে সেটা হবে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে বর্তমান যুদ্ধের সবচেয়ে কার্যকরী ফল।
দুবনা, ২৫ মে ২০২২
No comments:
Post a Comment