অনেক আগেই বিশ্ব ডিজিটাল যুগে প্রবেশ করেছে। সামাজিক মাধ্যমের কল্যাণে বিশাল জনগোষ্ঠী এর সাথে আজ সম্পৃক্ত। বাইনারি সিস্টেমের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই পদ্ধতি শুধু দুটো সম্ভাবনা নিয়েই সামনে এগোয় - ০ (মিথ্যা) আর ১ (সত্য)। আজ সারা বিশ্বে এই যে বন্ধু বা শত্রু, সাদা বা কালো মানে তৃতীয় বা মাঝামাঝি কোন পথের অভাব তার সাথে কি এই ডিজিটালাইজেশনের কোন সম্পর্ক আছে? কম্পিউটারের মত আমরাও কি শুধু সত্য আর মিথ্যার উপর ভিত্তি করে আমাদের নতুন ভাষা, নতুন মানসিকতা তৈরি করছি?
দুবনা, ১৭ মে ২০২২
No comments:
Post a Comment