Thursday, May 19, 2022

দাম

অনেক মানুষ আছে যারা দামী বাড়ি, দামী গাড়ি, দামী খাবার নিয়ে গর্ব করে। তাদের কাছে দামটাই আসল। যত দামী তত ভালো, তত বেশি গর্ব করার বিষয়। এখন সব জিনিসের দাম বাড়ছে। তাদের নিশ্চয়ই পৌষ মাস। এক বন্ধু লিখল সেদিন যেখানে ১৫ টাকায় নাস্তা করত আজ সেটা ৩০ টাকা। ও প্রতিবাদ করছে। আর যারা দামকেই আসল ভাবে তারা খুশি কিনা সেটা কেউ লেখেনি। 

দুবনা, ১৯ মে ২০২২

No comments:

Post a Comment