Monday, May 30, 2022

অমরত্ব

যুধিষ্ঠির, ভীম, অর্জুন, কর্ণ, ভীষ্ম, দুর্যোধন সবার সমস্ত বীরত্ব ম্লান করে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে দ্রৌপদীর বস্ত্রহরণকারী দুঃশাসন। ইদানিং এর সাথে যোগ দিয়েছেন আচার্য দ্রোণ ড্রোন নামে ইংরেজি উচ্চারণে। 

মস্কো, ৩১ মে ২০২২

No comments:

Post a Comment