বাংলায় দুটো পরস্পরবিরোধী প্রবাদ আছে -
দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল;
নাই মামার চেয়ে কানা মামা ভাল।
বর্তমান বিশ্ব যে রকম নেতৃত্বের সমস্যায় ভুগছে তা দেখে মনে হয় দ্বিতীয় প্রবাদটাই সত্য। নেতৃত্ব বিহীন রাজনৈতিক বাস্তবতার চেয়ে যেকোনো নেতৃত্ব ভাল এমনকি যদি সেটা আমাদের পছন্দ নাও হয়। কারণ সত্যিকার নেতা - সে আমাদের পছন্দ হোক আর নাই হোক - দায়িত্ব নিতে পারে, দায়িত্ব নেয় - আর নেতার আসনে বসে থাকা ব্যক্তিত্বহীন নেতারা শুধু কার ঘাড়ে নিজের ব্যর্থতার দোষ চাপানো যায় সেটাই খুঁজে বেড়ায়।
দুবনা, ১৩ মে ২০২২
No comments:
Post a Comment