Wednesday, May 11, 2022

Helios 40-2 C 1.5/85

 

নতুন একটা খেলনা কিনলাম। রাশিয়ায় তৈরি লেন্স। খুব ভাল বকেহ দেয়। মেয়েদের যেমন মাঝেমধ্যে জামাকাপড় না কিনলে জীবনটা ষোল আনাই মিছে হয়ে যায় ফটোগ্রাফারদেরও তেমনি মাঝে মধ্যে নতুন ক্যামেরা বা লেন্স না কিনলে জীবনটা পানসে হয়ে যায়। এটা ছিল টেস্ট ড্রাইভ। আশা করি কিছু দিনের মধ্যেই কিছু ভাল ছবি তুলতে পারব।
দুবনা, ১১ মে ২০২২



No comments:

Post a Comment