আজ ১৮ মে বুধবার। ১৯৯৪ সালে ঠিক এই দিনে আমি দুবনায় কাজ শুরু করি। হ্যাঁ, ২৮ বছর আগে। সেটাও ছিল বুধবার। প্রতি ২৮ বছর পর পর ক্যালেন্ডার আগের রূপ ফিরে পায়, মানে ২০২২ সালের ক্যালেন্ডার আর ১৯৯৪ সালের ক্যালেন্ডার একেবারে মিলে যায়, যেমন মিলে ১৯৯৩ আর ২০২১ বা ১৯৯২ আর ২০২০। জীবনের প্রায় অর্ধেকটাই কেটে গেল দুবনায়।
No comments:
Post a Comment