Tuesday, May 31, 2022

বিশ্বাসঘাতকতা

যদিও বিভীষণ ও বিকর্ণ রাম ও যুধিষ্ঠিরের নিকট ভালো ব্যবহার পেয়েছিল মীর জাফর সম্পর্কে সেটা বলা যায় না। ইংরেজরা ঠিকই বুঝেছিল যারা নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা যেকোনো সময়ে বিদেশি মনিবের সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই দেশ, জাতি ও আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা করার আগে ভেবে দেখবেন সেটাই যেন আপনার কাল হয়ে না দাঁড়ায়।

মস্কো, ০১ জুন ২০২২


No comments:

Post a Comment