অনেক আগে বিভিন্ন দেশে ভ্যাট চালু হয়। এখন শুনেছি আমেরিকায় প্যাট (পুতিন ট্যাক্স) চালু করেছে সে দেশের সরকার (মৌখিকভাবে)। পুতিন দেখছি কাঁঠালের আঠার মত - ইউরোপ আমেরিকা তাঁকে যত বেশি করে ছাড়াতে চায় তিনি তত বেশি করে জড়িয়ে ধরেন। এভাবে চলতে থাকলে পুতিনের আগেই সব ধরণের নিষেধাজ্ঞা, ট্যাক্স শেষ হয়ে যাবে।
দুবনা, ১২ জুন ২০২২
No comments:
Post a Comment