Thursday, June 23, 2022

উন্নয়ন

পোশাক-পরিচ্ছদ, গয়নাগাটি এসব কোম্পানির দক্ষতা প্রকাশ করে। সব মানুষের সব কিছু মানায় না। ফ্যাশন ডিজাইনার মানুষের শারীরিক গঠন অনুযায়ী এমন ভাব জামাকাপড় ও অলঙ্কার বাছাই করে যাতে তা ব্যক্তির দৈহিক সৌন্দর্যের উৎকর্ষতা দর্শকের কাছে তুলে ধরে। মানুষ, পোশাক ইত্যাদি সমস্ত উপকরণ সঠিক ভাবে ম্যাচিং করতে পারার মধ্যেই সবার সাফল্য নির্ভর করে। একই কথা বলা চলে দেশের ক্ষেত্রে। দেশের উন্নয়নের জন্য শুধু যান্ত্রিক ভাবে উন্নত দেশগুলোর অনুকরণ করলে চলবে না। স্থানীয় পরিবেশ প্রকৃতি আবহাওয়া সংস্কৃতি এসবের সাথে খাপ খাইয়ে উন্নয়নের পরিকল্পনা করতে হবে। যেসব এলাকায় খুব বেশি রকমের ছিনতাই হয় সেখানে দামী গয়নাগাটি পরে বেড়াতে গেলে আনন্দের চেয়ে টেনশন যেমন বেশি হয় ঠিক তেমনি ভূমিকম্প প্রবণ এলাকায় গগনচুম্বী দালান করলে মনের শান্তি নষ্ট হয়। একই কথা বলা চলে বন্যা প্রবণ এলাকায় রাস্তাঘাট তৈরির ব্যাপারে। স্থানীয় বৈশিষ্ট্য মাথায় না রেখে পরিকল্পনা করলে এধরণের উন্নয়ন মূলক কাজকর্ম হিতে বিপরীত হতে কতক্ষণ।


দুবনা, ২৩ জুন ২০২২

No comments:

Post a Comment