Sunday, June 5, 2022

হিরোশিমা

ছেলেমেয়েরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ত ওদের কোন কোন বন্ধুকে দেখতাম জুতার ফিতে লাগায়নি। এ নিয়ে ওদের কিছু বললে এমন ভাব দেখাত যেন এটা কোন ব্যাপারই না। পরে বুঝতাম এটা অনেকে ইচ্ছে করে করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। 

হিরো আলম রবীন্দ্র সঙ্গীত না গাইলে না গান না গায়ক - কারোই কোন ক্ষতি হত না। তবে এটাও ঠিক এটা না করলে হিরো আলম হিরোশিমা সম বিস্ফোরণ ঘটাতেও পারত না। এটা ওর গাওয়া নয় মানুষের দৃষ্টি আকর্ষণ করার অপচেষ্টা যার সফলতা নির্ভর করে আমরা এটাকে ইগনোর করব কি করব না তার উপর। 

কাউকে পাত্তা দিতে না চাইলে ইগনোর করাই সঠিক উত্তর। 

মস্কো, ০৫ জুন ২০২২

No comments:

Post a Comment