Wednesday, June 8, 2022

কড়ি দিয়ে কেনা


আগে বলত
"ফেল কড়ি মাখ তেল"
মানে কড়ি ফেলে বা টাকা দিয়ে তখন নিজের গায়ে তেল মাখা যেত। এখন মনে হয় অন্যদের পায়ে তেল মাখার জন্যও কড়ি ফেলতে হয়। বোঝাই যাচ্ছে যে অর্থ দিন দিন অর্থ হারিয়ে অর্থহীন হয়ে পড়ছে।

দুবনা, ০৮ জুন ২০২২

No comments:

Post a Comment