এক প্রতিবেদনে দেখলাম বাংলাদেশের টাকা ছাপাতে যে কাগজ ব্যবহার করা হয় সেটা আসে সুইজারল্যান্ড থেকে। তুলার তৈরি এই কাগজে এলকোহল ব্যবহার করা হয়। দেশে টাকা গুনতে অধিকাংশ মানুষ থুথু ব্যবহার করেন। মদ হারাম। মদের হারামীপনা টাকায় সংক্রামিত হয় কিনা সেটা ভেবে দেখার বিষয়।
দুবনা, ১৮ জুন ২০২২
No comments:
Post a Comment