ওরা বলে একটা রুটি চুরি করলে তুমি চোর আর মিলিয়ন ডলার চুরি করলে তুমি ফাইন্যান্সিয়াল জিনিয়াস। একই যুক্তিতে বলা যায় তুমি শক্ত হাতে নিজের দেশ শাসন করলে তুমি একনায়ক কিন্তু তুমি যদি সারা পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম কর গণতন্ত্র, মানবাধিকার এসবের নামে তবে তুমি মহান শাসক। ওয়াশিংটনের মসনদ বলে কথা অথবা পরিমাণ ও গুণের পারস্পরিক সম্পর্ক।
দুবনা, ২৯ জুন ২০২২
No comments:
Post a Comment