Thursday, June 2, 2022

ঘোলা জল

আজ জনি ডেপকে নিয়ে অনেকেই লিখছে। না, আমি তার ফ্যান নই, তবুও দুটো কথা লেখার লোভ সামলাতে পারলাম না। জিয়াউল হক যে উদ্দেশ্যেই ব্লাসফেমি ল তৈরি করুক না কেন সেটা যে অনেকেই ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছে, করছে তাতে কোন সন্দেহ নেই। একই ঘটনা ঘটে প্রতিটি ক্ষেত্রেই, তা সে বিপ্লব হোক, স্বাধীনতা সংগ্রাম হোক, মীটু আন্দোলন হোক আর যাই হোক। পারমাণবিক শক্তি বিদ্যুৎ হয়ে সৃষ্টি করবে নাকি বোমা হয়ে ধ্বংস করবে সেটা নির্ভর করে ব্যবহারকারীদের উপর। এই রায় প্রমাণ করে যে সবাই ঘোলা জলে মাছ ধরতে চাইলেও সবসময় সেটা পারে না।

মস্কো, ০২ জুন ২০২২

No comments:

Post a Comment