Wednesday, June 15, 2022

আবেগ ও যুক্তি

আবেগ আর অনুভুতির কাছে যুক্তি যখন হার মানে তখন সত্যের সন্ধান অসম্ভব। সত্যের জন্য নিরপেক্ষতা অতি জরুরি। আবেগ অন্ধ। আবেগ নিরপেক্ষ নয়। আবেগ অবশ্যই দরকার। আবেগ আমাদের কোন কাজে আগ্রহী করে তবে সেই কাজের ভালো মন্দ বিচার করার জন্য যুক্তি অত্যাবশ্যক। 

দুবনা, ১৫ জুন ২০২২

No comments:

Post a Comment