Monday, June 20, 2022

সমস্যাধান

সমস্যা আসে নিজের শর্তে, বিভিন্ন সময়ে বিভিন্ন বেশে আর সরকার বা মানুষ সমাধান খোঁজে নিজ নিজ প্যাটার্নে। ফলে প্রায়ই সমাধান হয় প্রেমহীন পরিবারের মত, অনেক ক্ষেত্রে সেই সব নাট আর বল্টুর মত যারা একে অন্যের সাথে ফিট হয় না। সমস্যা থেকেই যায় আর ঘটা করে কেনা বহুমূল্যের সমাধান বেঘোরে মারা যায়।

দুবনা, ২১ জুন ২০২২
 

No comments:

Post a Comment