আমাদের দেশে পদার্থবিদ্যার নিয়মও একদিন ফেল করবে। এখানে অনেক সময়ই ঘটনার আগেই দুর্ঘটনা ঘটে। শুনলাম পদ্মা সেতুতে দুর্ঘটনায় দুই যুবক মারা গেছে। এখনও কেউ পদ্মা সেতুর প্রথম শহীদ হিসেবে তাদের আখ্যায়িত করেনি। করলেও অবাক হব না। কারণ লড়াই লড়াই লড়াই চাই লড়াই করেই বাঁচতে চাই যে দেশের রাজনীতির মূল কথা সেখানে সবই সম্ভব।
দুবনা, ২৬ জুন ২০২২
No comments:
Post a Comment