সোভিয়েত ইউনিয়নে কোয়ালিটি গুড যে একেবারেই ছিল না তা কিন্তু নয়। তবে এগ্রেসিভ মার্কেটিং ছিল না। ছিল না সুন্দর প্যাকিং। ফলে সত্যিকার ভালো জিনিসও অনেক সময় কদর পেত না। অন্যদিকে পশ্চিমা বিশ্বের প্যাকেট ছিল মনোহারি। তবে সুন্দর প্যাকেটের ভেতর যে সবসময় ভালো জিনিস থাকত তা কিন্তু নয়। এখন সব দেখে মনে হয় মার্কেটিং ব্যাপারটা সংবাদ মাধ্যমেও ঢুকে গেছে আর সোভিয়েত ইউনিয়নের মত রাশিয়াও এখানে পশ্চিমা বিশ্ব থেকে অনেক পিছিয়ে আছে।
দুবনা,১৯ জুন ২০২২
No comments:
Post a Comment