Wednesday, June 29, 2022

সময়


শুনলাম ইউক্রেনের সমর্থনে ইউরোপ আমেরিকায় বসবাসকারী কেউ কেউ নাকি তাদের সোভিয়েত ডিপ্লোমা পুড়িয়ে ফেলেছে। সোভিয়েত ইউনিয়ন এদের ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা দিয়েছিল। বান্দেরার অনুসারীদের পক্ষে দাঁড়িয়ে তারা সেই জ্ঞান অনেক আগেই পরিহার করেছে। জ্ঞান যদি না থাকে সার্টিফিকেট রেখে কি লাভ? তাই তাদের ডিপ্লোমা পুড়ানোর সিদ্ধান্ত প্রশংসা যোগ্য।

দুবনা, ২৯ জুন ২০২২ 

No comments:

Post a Comment