"গরীব হওয়া কত কষ্ট আমি হাড়ে হাড়ে বুঝি" - অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন। কে কি বুঝল তা বলতে পারি না, তবে এ থেকে আমার একটা ধারণা বদলে গেল। আগে ভাবতাম আমাদের মন্ত্রীদের হাড্ডি নেই, শুধু মাংস আর তেল (চর্বি)। এখন বুঝলাম ওনাদের হাড়ও আছে। তারাও হাড্ডি মাংসের মানুষ, যদিও তাদের অনেকেই পাজির হাড্ডি।
দুবনা, ১১ জুন ২০২২
No comments:
Post a Comment