Friday, June 17, 2022

অপটিমিজম

শোনা যায় এখনকার বৃদ্ধ-বৃদ্ধারা আগের চেয়েও কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যাবেন। আমি কিন্তু এই খবরে তার পর নাই খুশি। কঠিন কঠিন আর দামী দামী রোগে আক্রান্ত হওয়া ভালো। জীবনে তো গর্ব করার মত কিছুই ছিল না, মরার পর অন্তত বুক ফুলিয়ে বলতে পারব আমার প্রাণ এত শক্তিশালী ছিল যে যম রাজকে অনেক কঠিন কঠিন রোগ পাঠাতে হয়েছিল আমাকে কাবু করতে। শুধু তাই নয় আমাকে সম্মান দেখিয়ে তিনি খুব দামী রোগ পাঠিয়েছিলেন।

দুবনা, ১৭ জুন ২০২২

No comments:

Post a Comment