আমাদের নেতারা দায়িত্ব নেন না, তারা ক্ষমতা নেন। তারা ক্ষমতার জন্ম লড়াই করে, দায়িত্বের জন্য নয়। রাজনৈতিক দলগুলো কখনোই দায়িত্বের কথা বলে না, তাদের সব কথাবার্তা ক্ষমতাকেই ঘিরে। তাই তাদের কাছ থেকে দায়িত্ববান কাজকর্ম আশা করা বোকামি।
মস্কো, ২০ জুন ২০২২
No comments:
Post a Comment