Tuesday, June 14, 2022

প্যারাডক্স

মানবাধিকার অনেকটাই দিল্লি কা লাড্ডুর মত। একদল মানুষের অধিকার আদায় বা রক্ষা করতে গিয়ে সব সময়ই আরেক দল মানুষের অধিকার নির্মম ভাবে ভূলুন্ঠিত করা হয়। এটাও আজকাল ধর্মের মতই - অধিকাংশ ক্ষেত্রেই ধর্ম (ন্যায়) প্রতিষ্ঠা বা রক্ষা করা হয় অধর্ম (অন্যায়) পথে। 

দুবনা, ১৪ জুন ২০২২

No comments:

Post a Comment