আজ ঘুম থেকে উঠেই কেন যেন মনে পড়ল মূলা দিয়ে কই মাছের ঝোলের কথা। মা করতেন। কিন্তু কই মাছ তো চাইলেই পাওয়া যায় না। তাহলে? তাহলে আর কি? অংক! ধরা যাক এক্স - এটা আরাধ্য বস্তু। মা রান্না করতেন মূলা দিয়ে কই মাছ আর আমি রান্না করছি মূলা দিয়ে এক্স। তাহলে এক্স = (কই মাছ x আমি)/মা অথবা এক্সের মান জানা থাকলে
কই মাছ = (এক্স x মা)/আমি। যেহেতু আমি মূলা দিয়ে মুরগী রান্না করলাম তাহলে বলা যায়
কই মাছ = (মুরগী x মা)/আমি
গুলিয়া অবশ্য জিজ্ঞেস করেছিল আমি কী রান্না করছি। উত্তর দেয়নি। বলেছি এক্সপেরিমেন্টাল ডিশ। আমার তেমন পছন্দ হয়নি। খেয়ে অফিস চলে এসেছি। জানি না বাসায় ফিরলে আমার নতুন রান্না আজ কত নম্বর পাবে। তবে নেগেটিভ রেজাল্ট সেটাও রেজাল্ট।
দুবনা, ১৬ জুন ২০২২
No comments:
Post a Comment