Friday, June 24, 2022

জোরসে চল

শুনলাম দেশে একজন শিক্ষকের গলায় জুতার মালা দিয়ে ঘুরানো হয়েছে। মনে পড়ে গেল ছোটবেলায় পড়া সেই লাইনগুলো


অনেক দিন আগের আগের কথা। আরবের লোকেরা তখন বর্বর ছিল।

পরে যখন মস্কো যাই পড়াশুনা করতে, সেখানে বিভিন্ন আরব দেশের ছাত্রদের ব্যবহার দেখে মনে হত সময় সেখানে থমকে দাঁড়িয়েছে।

আমরা আজ মনেপ্রাণে আরব হতে চাই। সবাই না হলেও অনেকেই। শিক্ষকের গলায় জুতার মালার ঘটনায় মনে হয় আমরা প্রাক-আরব্য অবস্থায় পৌঁছে গেছি।

দুবনা, ২৪ জুন ২০২২ 

No comments:

Post a Comment