ঢাকায় নাকি যাদেরই কিছু আছে তারাই কালো টাকার মালিক। কথাটা কি একটু লাগামহীন হয়ে গেল না? আমার পরিচিত অনেক শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে যারা রীতিমত ট্যাক্স পে করে সাদা টাকায় নিজেদের মাথা গোঁজার ঠাই করেছে ঢাকায়। তাদের টাকাও কালো হয়ে গেল? সরকার এখন ভেবে দেখতে পারে টাকার রঙ বদলিয়ে কালো করা যায় কিনা। তাহলে দেশের সবাই, এমনকি নুন আনতে পান্তা ফুরায় এমন মানুষও কালো টাকার মালিক হবে। আর এটা সত্যিকারের কালো টাকার মালিকদের অপবাদ মুক্ত করবে। কেউ কি বলত পারেন মন্ত্রীরা এই মন্ত্র কোন গুরুর কাছ থেকে শেখে?
দুবনা, ১৬ জুন ২০২২
No comments:
Post a Comment