Thursday, June 9, 2022

সাম্যবাদ

বাংলাদেশ অনেক আগেই মদিনা সনদ চালু করার ঘোষণা দিয়েছে। তবে আমাদের চলা বরাবরই গজ গতি ছন্দের। ইউরোপ আমেরিকা সব সময়ই সাম্যবাদ থেকে পালিয়ে বেড়াতে ব্যস্ত। আর তার একটা উপায় রাশিয়াকে নির্বাসনে পাঠানো। যত জোরে এরা সেটা করে তত বেশি করে ওরা সোভিয়েত ইউনিয়ন হয়ে যায় বিশেষ করে পরমতসহিষ্ণুতার ক্ষেত্রে। এখন সেখানে জ্বালানির অভাব। লোকজন লাকড়ি মানে কাঠের ব্যবহার শুরু করেছে। এভাবে চললে সেখানে সাম্যবাদ প্রতিষ্ঠিত হতে বেশি দিন অপেক্ষা করতে হবে না। আদিম সাম্যবাদ। 

দুবনা, ০৯ জুন ২০২২

No comments:

Post a Comment