গতকাল থেকে গরম পড়েছে, প্রচণ্ড গরম। তাপমাত্রা ছিল ২৮। তাই আজ ভাবলাম ভোলগার তীরে গিয়ে দেখি সঙ্গীরা নাইছে কিনা। হ্যাঁ, কিছু লোক রোদ পোহাচ্ছে। দু একজন জলে।
জল গরম?
গরম।
চা হবে?
১৮ ডিগ্রি মত। মনে হয় তোমার নাইতে অসুবিধা হবে না।
শনি রবি নাকি তাপমাত্রা নিম্নগামী হবে। যদি না হয় তাহলে সিজন শুরু করব ভাবছি।
দুবনা, ০৯ জুন ২০২২
No comments:
Post a Comment