Wednesday, June 22, 2022

সর্বহারা

১৯৪১ সালে আমেরিকা ট্রুম্যানের মুখ দিয়ে বলেছিল জার্মানি আর রাশিয়া পরস্পরের সাথে যুদ্ধ করুক। আমরা আপাতত দূর থেকে দেখব। যে পক্ষ হারবে আমরা তাকে সাহায্য করব। পার্ল হারবার না ঘটলে বলা কষ্ট আমেরিকা কার মিত্র হত। আজ বাইডেন বললেন আমরা দেখব ইউরোপ না রাশিয়া কার সহ্য ক্ষমতা বেশি। এখান থেকেই স্পষ্ট আমেরিকা শুধু তার সামরিক প্রতিদ্বন্দ্বী রাশিয়া নয় অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী ইউরোপের সাথেও লড়ছে। যদিও আমেরিকা সর্বহারা নয় তার পরেও এই যুদ্ধে তার হারানোর কিছু নেই শুধু আভ্যন্তরীণ সমস্যার শিকল ছাড়া।

দুবনা, ২২ জুন ২০২২

No comments:

Post a Comment