ভক্তিবাদীরা একসময় ঈশ্বর প্রেমের কথা বলত। পরে সেটাকে জীব প্রেমে নামিয়ে আনে যুক্তিবাদীরা। এরপর আসে মানব প্রেম মানবতাবাদীদের হাত ধরে। এখন সবাই আমেরিকা প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমেরিকাকে ভালোবাস, নিঃশর্ত ভাবে তার শরণাপন্ন হও দেখবে তোমার মত দেশপ্রেমিক, তোমার মত মানব প্রেমিক, তোমার মত শান্তিপ্রিয়, তোমার মত গণতন্ত্রের পূজারী আর কেউ নেই এমনকি তোমাকে হাত সহস্র মানুষের খুনে রঞ্জিত হলেও।
মস্কো, ০৪ জুন ২০২২
No comments:
Post a Comment