Monday, June 13, 2022

বাস্তবতা

গতকাল বিবিসির এক খবরে দেখলাম ইংল্যান্ডের ৫০+ এক মহিলা বলেছেন শেষ বার কবে গরম খাবার খেয়েছেন সেটা ভুলে গেছেন। আমার মনে পড়ে গেল নব্বুইয়ের দশকের রাশিয়ার কথা যখন হাজার হাজার মানুষ চোখের পলকে সর্বস্বান্ত হয়ে গেল। আফগানিস্তান, অপরিকল্পিত পেরেস্ত্রোইকা শুধু দেশটাকেই ধ্বংস করেনি লাখ লাখ মানুষকে করেছে সর্বহারা, তাদের ভবিষ্যত করেছে অনিশ্চিত। দুর্বল নেতৃত্ব যে সমাজের জন্য কতটুকু ক্ষতিকর সেটার প্রমাণ পৃথিবী পেয়েছে ৮০ - ৯০ দশকের রাশিয়ায়। বর্তমান পশ্চিমা বিশ্বের দুর্বল নেতৃত্ব কি সেকথাই মনে করিয়ে দিচ্ছে না? আমরা কি ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি?

দুবনা, ১৩ জুন ২০২২

No comments:

Post a Comment