Saturday, June 4, 2022

শাপে বর

বাংলাদেশ সরকার কি এমন কিছু করতে পারে না যাতে তাকে সুইফট থেকে সুইচ অফ করা হয়। তাতে আর যাই হোক না কেন দেশ থেকে অর্থ পাচার বন্ধ হবে। রাশিয়া কুড়ি বছর চেষ্টা করে যা করতে পারেনি আমেরিকা আর ইউরোপ সেটা করে দিয়েছে। তারা শুধু রাশিয়াকে বিপদেই ফেলেনি বিপদের বন্ধুও হয়েছে। আমেরিকা যার বন্ধু তার যেমন শত্রুর অভাব হয়না তেমনি আমেরিকা যার শত্রু তার বন্ধু ভাগ্যও একেবারে খারাপ নয়। 

মস্কো, ০৫ জুন ২০২২

No comments:

Post a Comment