সব দেশে কিনা জানিনা তবে আমাদের দেশে দুর্নীতি হোল এন্ট্রোপির মত। এন্ট্রোপি হল বিশৃ়ঙ্খলার মাত্রা। কোথাও কোন ধরণের শৃঙ্খলা আনতে গেলে সার্বিক ভাবে নতুন বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দুর্নীতির ক্ষেত্রেও তাই। দুর্নীতি দমনে গঠিত বিভিন্ন সংস্থাগুলো নতুন নতুন দুর্নীতির জন্ম দেয়।
দুবনা, ২৭ জুন ২০২২
No comments:
Post a Comment