Monday, June 27, 2022

প্রশ্ন

হঠাৎ করেই গতকাল মনে এক অদ্ভুত প্রশ্নের উদ্রেক হল। বিশাল বিশাল ডিগ্রিধারী, পেশাগত ভাবে প্রতিষ্ঠিত ও সমাজে সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে পরিচিত আমার এক্স বন্ধুরা ( আচ্ছা, এক্স কি এক্সপায়ার্ড থেকে? হতেই পারে, মানুষেরা বেঁচে থাকলেও সম্পর্ক তো মাঠে মারা যেতেই পারে) রুশ সবকিছু বাতিল করতে গিয়ে কি তাদের সংগ্রহের তলস্তয়, দস্তয়েফস্কি, চেখভের রচনা সমগ্র, চাইকোডস্কি, শস্তাকোভিচ, রাখমানিনভ - এদের লং প্লে, প্লেসেৎস্কায়ার নাচের ভিডিও - এসব পুড়িয়ে ফেলেছে? আর যদি পুড়িয়েই ফেলে তারপরেও কি এরাই হবে সংস্কৃতির ধারক, বাহক ও নির্ধারক?

দুবনা, ২৮ জুন ২০২২


No comments:

Post a Comment