Monday, April 11, 2022

জুজু


দেশে প্রায়ই একটা কথা শুনি, যতই খারাপ হোক আওয়ামী লীগ মন্দের ভাল। আওয়ামী লীগ হারলে মৌলবাদীরা ক্ষমতায় আসবে। ফ্রান্সও দেখি বাংলাদেশ হয়ে গেছে। এখন মারিয়া লিপেন কে ঠেকাতে সবাই সেই মন্ত্রই ব্যবহার করছে। রাজনীতির এই নেগেটিভ আটিচুড পজিটিভ ফল বয়ে আনবে বলে মনে হয় না।

দুবনা, ১১ এপ্রিল ২০২২

 

No comments:

Post a Comment