Saturday, April 23, 2022

কারণ

 

আপেক্ষিকতার বিশেষ সূত্রে আনকনসাসনেস বা অজ্ঞানতা বলে একটা কথা আছে যা বলে আমরা যে ঘড়ি বা স্কেল দিয়ে সময় বা দৈর্ঘ্য মাপি তা যেন আগের কোন তথ্য না বহন করে মানে সেটা যেন পূর্বধারণা বা বলা যায় কুসংস্কার মুক্ত হয়। তবে সমাজের ক্ষেত্রে সেটা বলা ঠিক হবে না। কেন না আমরা যদি কারণ খুঁজতে পেছনে যেতে না চাই তাহলে প্রায়ই ভুল সিদ্ধান্তে আসতে পারি। মানুষ সাধারণত নিজেদের স্বার্থে ঠিক সেখান থেকেই তদন্ত শুরু করতে চায় যেখান থেকে করলে সে নিজেকে সঠিক প্রমাণ করতে পারে। এটা আর যাই হোক অবজেক্টিভ পিকচার দেয় না, ফলে সমাধান হয় লোকাল, গ্লোবাল সমস্যা থেকেই যায়। আর সমস্যা থেকে যাওয়া মানে পুঁজির আরও আরও লাভ করার সম্ভাবনা।

দুবনা, ২৩ এপ্রিল ২০২২ 
 

 

No comments:

Post a Comment