Friday, April 1, 2022

সারথী

এবার মনে হয় পুতিন ফেঁসে গেলেন?
কেন?
পশ্চিমা বিশ্বের নেতারা দিন রাত যতবার পুতিনের নাম জপ করছেন তাতে ঈশ্বর নিজের অস্তিত্ব নিয়ে টেনশনে আছেন। এবার মনে হয় তিনি নিজেই ন্যাটোর কোয়ালিশনে যোগ দেবেন। তবে তাতে ছোট্ট একটা সমস্যা আছে।
কী সমস্যা?
বাইডেনের রথ নেই। ঈশ্বর সারথী হবেন কার? অবশ্য মোদীকে রাজী করাতে পারলে পশ্চিম এ যাত্রায় উদ্ধার পেলে পেতেও পারে। 

দুবনা, ০১ এপ্রিল ২০২২

No comments:

Post a Comment