রাশিয়ায় পুতিনের পেনশন বৃদ্ধি বলে একটা ধারণা বহুদিন থেকেই চালু আছে। এর অর্থ হল পুতিনের বিশেষ নির্দেশে মাঝেমধ্যে মানুষের পেনশন বাড়ানো হয়। এখন ইউরোপ আমেরিকায় নতুন একটা ধারণা যোগ হয়েছে, পুতিনের মূল্য বৃদ্ধি। পুতিনের বিরুদ্ধে স্যাঙ্কশন জারি করে ওখানে সাধারণ মানুষের জীবন যাত্রার খরচ বাড়ানো হচ্ছে। পুতিন মনে হয় ডাবল স্যান্ডুইচের দুই টুকরা রুটির ভেতরে এক টুকরো পনির।
দুবনা, ১২ এপ্রিল ২০২২
No comments:
Post a Comment