Friday, April 1, 2022

সিম্বল

রাশিয়া ইউক্রেন আক্রমণে Z সিম্বল ব্যবহার করছে। কেন? জানিনা। আমার মনে হয়েছে শেষ যুদ্ধ বলে। বিভিন্ন দেশে এ কারণে Z অক্ষর বেআইনি ঘোষণা করা হয়েছে। ইউক্রেনে Z ও V বাতিল ঘোষণা করা হয়েছে। 
রুশদের এখন উচিত Y ও U সিম্বল ব্যবহার করা।

দুবনা, ০২ এপ্রিল ২০২২

No comments:

Post a Comment