Monday, April 4, 2022

যুগ বদল

বাংলায প্রবাদ বলে ইচ্ছে থাকলে উপায় হয়। রুশে অনুরূপ একটা প্রবাদ আছে - ইচ্ছে থাকলে অজুহাত বের হবে। 

যখন কারো একমাত্র উদ্দেশ্য হয় কাউকে হ্যারাস করা, শাস্তি দেয়া, সে তখন অপরাধের অভিযোগের সত্য মিথ্যা যাচাই করে না, উল্টো ছলে বলে কৌশলে অভিযোগের পেছনে জনমত গড়ে তোলে। এটা আমাদের দেশে কাউকে ধর্ম অবমাননার অভিযোগ এনে জনতাকে উস্কে দিয়ে তান্ডব চালানোর মত। রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে শাস্তি দিতে পশ্চিমা বিশ্ব মনে হয় মধ্য যুগে ফিরে যাচ্ছে। ইনকুইজেশন শুরু হতে আর বেশি দেরি নেই।

দুবনার পথে, ০৪ এপ্রিল ২০২২

No comments:

Post a Comment