Sunday, April 3, 2022

অভিমানী

পশ্চিমা স্যাঙ্কশনের মত শীতও আজকাল কিস্তিতে কিস্তিতে আসছে। এমন অভিমানী শীত নিয়ে বড়ই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বাসন্তী দেবী। দরজায় দাঁড়িয়ে আছে তো আছেই। ঢুকবে কি ঢুকবে না সেটাই বুঝে উঠতে পারছে না।

দুবনা, ০৩ এপ্রিল ২০২২

No comments:

Post a Comment