কোথায় যেন পড়েছিলাম যে খাবারের ঘ্রান নিলে মানে গন্ধ শুঁকলে অর্ধেক খাওয়া হয়। আচ্ছা, কেউ কি বলতে পারেন খাবারের ছবি দেখলে কতটুকু খাওয়া হয়? আসলে ফেসবুকে এত্ত এত্ত খাবারের ছবি দেখি আর এসব দেখে এত বেশি লালা গিলি যে মনে হয় এতেই পেট ভরে যাওয়া উচিৎ।
মস্কো, ২৪ এপ্রিল ২০২২
No comments:
Post a Comment