Sunday, April 3, 2022

সার্থকতা

অক্সিজেনের জন্য আমরা প্রায় ৮০% ভিন্ন উপাদান পূর্ণ বাতাস গ্রহণ করি নিঃশ্বাসের সাথে। যে খাবার খাই তাতে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় জিনিসের পরিমাণ অনেক বেশি। যা দেখি, যা শুনি, যা পড়ি তার বেশির ভাগই আনুসাঙ্গিক। আসলে এসব আনুসাঙ্গিক জিনিসগুলোই জীবনকে অর্থপূর্ণ করে তোলে হাজারো জিনিস থেকে সঠিক জিনিস খুঁজে বের করতে শিখিয়ে। হাজারো রাস্তা থেকে সঠিক রাস্তা খুঁজে বের করার মধ্যেই জীবনের সার্থকতা। তবে সার্থকতা একেক জনের কাছে একেক রকম। কারো কাছে এটা পরিবেশ ও প্রকৃতির সাথে নিজের কর্ম ও ভাবনার আধ্যাত্মিক মিলন, কারো কাছে সমাজের চোখে নিজের অবস্থান।

মস্কো, ০৪ এপ্রিল ২০২২

No comments:

Post a Comment