Friday, April 1, 2022

লুজার

আপনি রেগুলার বিভিন্ন বিষয়ে লেখেন কিন্তু প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, তাদের সন্তানদের নিয়ে লেখেন না। এটা কি কোন ট্যাবু?
না। আসলে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি এসব বিষয়ে ওরা এখনও জো বাইডেন বা হান্টার বাইডেনের ধারে কাছেও যেতে পারেনি। আমি তো লুজারদের নিয়ে লিখি না। যেদিন ওদের ওভারটেক করবে সেদিন লিখব।

দুবনা, ০২ এপ্রিল ২০২২

No comments:

Post a Comment